এমবাপ্পের আগমনে কি রিয়াল থেকে বিদায় নিচ্ছেন রদ্রিগো
ফ্রি ট্রান্সফারে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসার পর স্বস্তির পাশাপাশি তৈরি হয়েছে কিছু অনিশ্চয়তাও। এর মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্ন সামনে এসেছে তা হলো, এমবাপ্পে কোন পজিশনে খেলবেন এবং কার পজিশনে খেলবেন। পাশাপাশি এমবাপ্পের কারণে রদ্রিগোকে ক্লাব ছাড়তে হবে কি না, সেই আলাপও সামনে এসেছে।
গত মৌসুমে রিয়ালের আক্রমণভাগে তিন খেলোয়াড় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও জুড বেলিংহাম। এই তিনজন মিলে দলকে দারুণ সাফল্যও এনে দিয়েছেন। যে কারণে এই দলে এমবাপ্পের পজিশন নিয়েও নানা জল্পনাকল্পনা ছিল। তাই সবার চোখ ছিল উয়েফা সুপার কাপের কাপে দিকে।
সেই ম্যাচে শুরুতে এমবাপ্পেকে বেঞ্চ থেকে নামানোর কথা শোনা গেলেও পরে মূল একাদশেই তাঁকে জায়গা দেন কোচ কার্লো আনচেলত্তি। অর্থাৎ প্রথম ম্যাচে আক্রমণভাগের চার খেলোয়াড়কেই একসঙ্গে খেলান রিয়াল কোচ। ম্যাচে দারুণভাবে আলোও ছড়ান এই চারজন। এমবাপ্পের প্রথম গোলে অবদান ছিল চারজনেরই।
আরও পড়ুন
রিয়ালে এমবাপ্পেকে জায়গা দেওয়ার বলি কে হবেন—রদ্রিগো নাকি বেলিংহাম
প্রথম ম্যাচে এমন সাফল্যের পরও থামছে না আলোচনা। বিশেষ করে রদ্রিগোর বিদায় নিয়েই কথা হচ্ছে সবচেয়ে বেশি। এবারের দলবদলের শুরুতেই অবশ্য রদ্রিগোর ম্যানচেস্টার সিটিতে যাওয়ার গুঞ্জন শোনা যায়। এখন পর্যন্ত সেই গুঞ্জন খুব বেশি ডানা না মেললেও পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। হুলিয়ান আলভারেজ সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যাওয়ার পর আক্রমণভাগে খেলোয়াড় সংকটে ভুগছে ম্যানচেস্টারের ক্লাবটি। সে ক্ষেত্রে দলবদল শেষ হওয়ার আগেই হয়তো রদ্রিগোকে দেখা যেতে পারে সিটির ড্রেসিংরুমে।
No comments
Post a Comment