Header Ads

Header ADS

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী প্রার্থী হলেন থাকসিনের মেয়ে পাইথংথান

প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে নাম ঘোষণার সময় মঞ্চে পাইথংথান সিনাওয়াত্রা। ব্যাংকক, 
আপডেট: ১৫ আগস্ট ২০২৪

থাইল্যান্ডের ফেউ থাই পার্টি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পাইথংথান সিনাওয়াত্রাকে বেছে নিয়েছেন। ৩৭ বয়সী পাইথংথান দেশটির সাবেক ধনকুবের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে।


আজ বৃহস্পতিবার রাজধানী ব্যাংককে এক সংবাদ সম্মেলনে ফেউ থাই পার্টির সাধারণ সম্পাদক সারোওং থিয়েনথং দল থেকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পাইথংথানের নাম ঘোষণা দেন। আগামীকাল শুক্রবার দেশটির পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হবে।


এরপর পাইথংথান বলেন, ‘দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আমাদের দল ও জোটের শরিকেরা নেতৃত্ব দেবে, এ বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’


গতকাল বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত। পাশাপাশি তাঁর মন্ত্রিসভা ভেঙে দেওয়ারও রায় দেন আদালত। এর পরদিনই আজ ফেউ থাই পার্টি প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল। থাইল্যান্ডের বর্তমান সরকার ১১ দলের জোটের সমন্বয়ে গঠিত। জোটটির সবচেয়ে বড় দল ফেউ থাই পার্টি।


স্রেথার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দুর্নীতির দায়ে দণ্ডিত একজন আইনজীবীকে মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন। এর মধ্য দিয়ে তিনি ‘নৈতিকতার নিয়ম লঙ্ঘন’ করছেন। স্রেথাকে নিয়ে ফেউ থাই পার্টির তিনজন সাংবিধানিক আদালতের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে পদচ্যুত করলেন সাংবিধানিক আদালত


স্রেথাকে পদচ্যুত করার এক সপ্তাহ আগে দেশটির প্রধান বিরোধী দল মুভ ফরোয়ার্ড পার্টিকে (এমএফপি) বিলুপ্ত ঘোষণা করেন দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজতান্ত্রিক দেশটির এই একই আদালত। তখন প্রগতিশীল দলটির সাবেক প্রধান পিটা লিমজারোয়েনরাতকেও রাজনীতি থেকে এক দশকের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।


 

No comments

Powered by Blogger.